লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসির মুকুট অর্জন করেছেন জসীম উদ্দীন

লক্ষ্মীপুর সদর

সাহাদাত হোসেন দিপু ঃ

লক্ষ্মীপুর জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন লক্ষ্মীপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ জসীম উদ্দিন। সোমবার ২২ মার্চ মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠত্ব ঘোষনা করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

উল্লেখি ফেব্রুয়ারী মাসের থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রনে দক্ষতা ও পেশা দারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের দাড়প্রান্তে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব সনদ ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। মাসিক সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পু্লশি সুপার(সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার(রামগতি সার্কেল) জনাব মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার(রায়পুর সার্কেল) জনাব স্পিনা রানী প্রামাণিক এবং ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জ সহ সকল থানার অফিসার ইনচার্জগন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, সদর থানায় যোগদানের পর থেকে এই এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে সর্বদা কাজ করে যাচ্ছি। অপরাধী যে দল বা গোষ্ঠীর হউক না কেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাউকে ছাড় দেওয়া হচ্ছেনা। এ ছাড়া সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *