দিগন্তের আলো ডেস্ক :-
চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বাক্কার (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের কুড়েরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুরের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় এক ইটভাটা শ্রমিকের ওই শিশু মেয়েটি পাশের বাড়ি থেকে মায়ের মোবাইল ফোন আনতে যায়। সেখান থেকে ফেরার পথে কুড়েরপাড় গ্রামের ৫৮ বছর বয়সী আবু বাক্কার মেয়েটিকে নিজের খালি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটি ডাকচিৎকার করতে থাকলে পালিয়ে যায় আবু বাক্কার। এ ঘটনা জানাজানি হলে রাতে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে গভীর রাতে আবু বাক্কারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।