দিগন্তের আলো ডেস্ক :-
শ্যালিকাকে ধর্ষণ করার অভিযোগে দুলাভাই সোলেমান আহমদ (৩০)কে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রবিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার কাশিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
সোলেমান আহমদ জগন্নাথপুর উপজেলার পাঠলী ইউনিয়নের ডিগারকুল গ্রামের আবু শামা’র ছেলে।
জানা যায়, প্রায় তিন বছর পূর্বে ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামেচ আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন সোলেমান। শ্বশুর বাড়ি থেকে গত (১২ জানুয়ারি) অপ্রাপ্ত বয়স্ক শ্যালিকাকে নিয়ে চম্পট দেয় সে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় উপজেলার কাশিমপুর গ্রাম থেকে লম্পট সোলেমানকে গ্রেপ্তার করা হয়।
থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, এ ঘটনায় সোলেমানের স্ত্রী গত ৩ মার্চ তার স্বামীর বিরুদ্ধে বোনকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।