দিগন্ত ডেস্ক :-
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজুকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৩ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে চেক জালিয়াতি ও প্রতারণার দায়ে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কড়ইতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তিনি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানায় পুলিশ। আশ্রাফ উদ্দিন রাজু কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পৃথক দু’টি প্রতারণা মামলায় ১ বছর ৪ মাসের দণ্ড প্রাপ্ত আসামি রাজু দীর্ঘদিন পালিয়ে ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।