দিগন্তের আলো ডেস্ক:-
লক্ষ্মীপুরের সদর উপজেলার চরমনসা গ্রামের মের্সাস সংসার বিক্সে ও কমলনগর উপজেলার হাজিরহাটরে মের্সাস ফরহাদ বিক্সে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার(৪ মার্চ) বিকেলে অভিযার চালিয়ে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শহিদুল ইসলাম, মো: রাজিব হোসেন, যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
বাংলা চিমনি ব্যবহার, কৃষি জমির মাটি কেটে ভাটায় এনে ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ওই দুই ইট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করে হয়েছে বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানা গেছে ।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রাজিব হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ধারা অভিযান পরিচালনা করে ২ ইট ভাটা ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ বলেন, অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সাহাদাত হোসেন (দিপু)