দিগন্তের আলো ডেস্ক:-
”মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে আজ দ্বিতীয় বারের মতো জাতীয় বীমা দিবস ২০২১ উদযাপন হয়েছে।
এই উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
এই সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক
জোট এর সভাপতি জাকির হোসেন আজাদ ভূঁইয়া, প্রগতি লাইফ ইন্সরেন্স লিমিটেড এর এসডিজিএস মো. বেলাল হোসেন, জীবন বীমা কর্পোরেশনের জেলা ইনচার্জ জাফর আহম্মদ , সাধারণ বীমা করর্পোরেশনের মো: সালা উদ্দিন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মোতাহের হোসেন চৌধুরী, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মোক্তার আহম্মদ শহীদ, ফারইষ্ট ইসলামী লাইফ ইস্যুরেন্সের মো: আলমগীর হোসেন,সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মো. আবদুল কাদের, সান ফ্লাওয়ার লাইফ ইস্যুরেন্স এর মো. কামাল হোসেন, প্রগেসিভ লাইফ ইস্যুরেন্সের মো. হিমেল কামাল, সান লাইফ ইন্স্যুরেন্স মো. বেলায়েত হোসেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর কাজী নাঈম উদ্দিন, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স মো. হানিফ, ব্রেষ্ট লাইফ ইন্স্যুরেন্স এর মেজবা উদ্দিন, এন আর বি গ্লোভাল লাইফ ইন্স্যুরেন্সের আবুল খায়ের,স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের বেলায়েত হোসেন,পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মো. ফারুক হোসেন, পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর জেলা ইনচার্জ মো. সিহাব উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা সাধারন মানুষকে বীমা করার উদ্বুদ্ধ করতে বিভিন্ন সুপারিশ করেন।
শেষে বিভিন্ন বীমা কোম্পানির নিজস্ব কার্যালয়ের সামনে বীমা কর্মিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পথচারিদের দৃষ্টি আকর্ষন করেন।