সাহাদাত হোসেন দিপু :
লক্ষ্মীপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তের আলো ডটকম- এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মান্দারী বাজার রেডচিলি চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে অনলাইন পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন করা হয়। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি এ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
দিগন্তের আলোর সম্পাদক মন্ডলীর সভাপতি সোহরাব হোসেন রুবেল পাটওয়ারীর সভাপতিত্বে এবং সম্পাদক সাহাদাত হোসেন দিপু’র তত্ত্বাবধানে ডাঃ কামালুর রহিম সমরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক, দিগন্তের আলোর সহ সম্পাদক মহব্বত আমিন, লক্ষীপুর সদর উপজেলার (ঞও) ইমরান মৃধা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
এইসময় উপস্থিত অতিথিবৃন্ধ তাদের বক্তব্যে বলেন, বিগত এক বছর বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দিগন্তের আলো হাজারো পাঠকের অন্তরে জায়গা করে নিয়ে সাফল্যের চূড়ায় পুছেচে। ভবিষ্যতে যেন এই সাফল্য ধরে রাখতে পারে সেই শুভকামনা রইলো দিগন্তের আলো পরিবারের জন্য ।
এইসময় আরও উপস্থিত ছিলেন মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ডাক্তার কাওসার হামিদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর নুর, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন, প্রচার সম্পাদক মামুনুর রশীদ, সদস্য মঞ্জু, মাছরাঙা টিভির লক্ষীপুর জেলা প্রতিনিদি শাকের মাহমুদ রাসেল, মান্দারী ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহিম, ডাঃ আর কে শাহা রকি, যুবলীগ নেতা আজাদ, পল্লী উন্নয়ন ক্লাবের সহ-সভাপতি ফয়সাল সাংবাদিক ইমরান, কাজী নিজাম, শেখ ফজলু, রাজিব সুজন, রাসেল, আসলাম, সজীব, রাজুসহ আরও প্রমুখ।