অপরাধীদের চন্দ্রগঞ্জ থানা এলাকায় কোন ঠাঁই নেই : বিট পুলিশিং সমাবেশে ওসি ফজলুল হক

অপরাদ লক্ষ্মীপুর সদর

সাহাদাত হোসেন দিপু :-
চন্দ্রগঞ্জ থানা এলাকায় যারা চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িত তারা একেবারে ভালো হয়ে যেতে হবে, নয়তো আমার থানা এলাকা ছেড়ে চলে যেতে। কিন্তু অপরাধ করে কেউ চন্দ্রগঞ্জ থানা এলাকায় থাকতে পারবে না, থাকলে তাদেরকে অবশ্যই জেলহাজতে যেতে হবে।
লক্ষ্মীপুরের কুশাখালীতে বিট পুলিশিং কর্মসূচির আওতায় করণীয় শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে ওই ইউনিয়নের ৯নং বিটের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সোশ্যাল মিডিয়ায় গুজব রটানো, মিথ্যা অপপ্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ’
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন, দাশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মফিজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বাজারের ব্যবসায়ীসহ জনসাধারণ।
দিগন্তের আলো ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *