লক্ষ্মীপুরে স্বপ্নের ঠিকানা পাবে ২শ’ ভূমিহীন পরিবার

লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-
‘আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ প্রতিপাদ্যে মুজিব শত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমীহীন ও গৃহহীনদের জন্য তৈরীকৃত গৃহ হস্থান্তর অনুষ্ঠনের বিষয়ে লক্ষ্মীপুর জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক সাহিদুল ইসলামের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, মাইটিভির জেলা প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বিএম সাগর, মো: জহির উদ্দিন সহ জেলায় কর্মরত ইলক্ট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আগামী ২৩ জানুয়ারী জেলায় প্রাথমিক পর্যায় দুইশত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই কক্ষ বিশিষ্ট পাঁকা ঘর ও জমির দলিল হস্তকান্তর করা হবে বলে জানান জেলা প্রশাসক।
এরপর কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগীয় উপ-কমিটি গঠন, নতুন সদস্য অন্তর্ভূক্ত করণ, প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইব্রাহীম খলিল মঞ্জুর বিরুদ্ধে থানায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করায় নিন্দা প্রস্তাব পাশসহ এ ব্যাপারে দায়ী ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে আইনি যে কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *