দিগন্তের আলো ডেস্ক ঃ-
রাজধানীর হাতিরপুলের বিপণি বিতান মোতালিব প্লাজায় আগুন লেগেছে। বৃহস্পতিবার সকালে ওই মার্কেটের চতুর্থ তলায় আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, সকাল ১০টার দিকে মোতালিব প্লাজার পঞ্চমতলায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে আগুন লাগে।
অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই মার্কেটের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
রাসেল শিকদার বলেন, ‘ওই দোকানের সামান্য কিছু জিনিসপত্র পুড়েছে, অন্য কোনো দোকানে ছড়ায়নি।’