দিগন্তের আলো ডেস্ক :-
দাম্পত্য কলহের জের ধরে স্বামীর হাতুড়ির আঘাতে প্রাণ গেল স্ত্রী রোকসানা আক্তার ময়নার (২৬)। বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামী ইউসুফ রানাকে গ্রেফতার করেছে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, নিহত ময়নার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বারইনগর গ্রামে। এক ছেলে, এক মেয়ে নিয়ে স্বামী ইউসুফ রানার সাথে পূর্ব রায়েরবাজার হাই স্কুলের পিছনে আনোয়ার খানের বাড়িতে থাকতেন। ময়না গৃহিণীর কাজ করতেন। আর ইউসুফ ফুসকা বিক্রি করেন।
তিনি বলেন, দীর্ঘ দিন ধরে ইউসুফ ও ময়নার মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার সন্ধ্যায়ও কথা কাটাকাটি হয় তাদের। একপর্যায়ে লোহার হামা-দিস্তা দিয়ে ময়নার মাথায় আঘাত করেন ইউসুফ। এতে ঘটনাস্থলেই ময়নার মৃত্যু হয়। পরে ময়নার লাশ বাসার ভিতরে রেখে দরজায় তালা মেরে দুই সন্তান নিয়ে পালিয়ে যান ইউসুফ।
তিনি আরো বলেন, খবর পেয়ে বুধবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার ভোরে হাজারীবাগ থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় নিহতের ভাই ফরহাদ একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইউসুফকে ওই মামলা গ্রেফতার দেখানো হয়েছে।