বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীরা মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি : ওবায়দুল কাদের

বাংলাদেশ লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক :-
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি। অথচ বিশ্বের মুসলিম দেশগুলোসহ প্রায় সবদেশে ভাস্কর্য রয়েছে। আমরা মনে করি, এরসঙ্গে বিএনপি-জামায়াত জোট জড়িত। তারা বিভিন্ন সময় ছাত্র আন্দোলন, সামাজিক আন্দোলন ও ধর্মীয় আন্দোলনের কাঁধে ভর করে সরকার পতনের অপচেষ্টা চালাচ্ছে।’

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দল গোছানোর ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে। বিগত দিনে বিভিন্ন নির্বাচনে যারা মনোনয়ন বাণিজ্য করেছে এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে; তারা কখনই দলের নেতৃত্বে আসতে পারবে না। শীঘ্রই লক্ষ্মীপুর জেলাসহ বিভিন্ন ইউনিটে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে তৃণমূলে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করা হবে।’

এ সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব উল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-০৩ (সদর) আসনের সাংসদ একেএম শাহজাহান কামাল ও লক্ষ্মীপুর-০১ (রামগঞ্জ) আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খান।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এ সভা সঞ্চালনায় ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *