বিশেষ প্রতিনিধি ঃ- লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের দক্ষীন মান্দারী থেকে বৃহস্পতিবার গভীররাতে অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার ৩ আসামীকে গ্রেফতার করে কোটে চালান করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
আসামীরা হলেন দক্ষিণ মান্দারী গ্রামের আজিজ উল্ল্যা মৌলভী বাড়ির মনোহর আলীর ছেলে নেছার আহমেদ (৫২), একই গ্রামের জাফর আহম্মেদের ছেলে লিটন (২৮) ও নেছার আহম্মেদের ছেলে মিরাজ (২১)।
মামলার বাদী আবদুল মালেক বলেন দীর্ঘদিন থেকে আমার বাড়ির জায়গা সম্পত্তি জোর পূর্বক দখল করার চেষ্টা করছেন জাফর, নেছার, নুরুজ্জামান, লিটন, সহেল সহ আরও অনেকেই বাধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে দা ছেনি লাঠিসোঁটা নিয়ে হত্যার উদ্দেশ্যো আমাদের আক্রমণ করে এবং আমরা রক্তাক্ত জখম হই। পরে আমরা থানায় মামলা করি।
এই বিষয়ে অনেক চেষ্টা করেও আসামী পক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন হত্যা মামলা চেষ্টায় তিন আসামিকে গ্রেফতার করে কোটে চালান করা হয়েছে।