সাহাদাত হোসেন দিপু ঃ-
ফ্রান্সে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে লক্ষীপুর জেলার মান্দারীতে বিক্ষোভ মিছিল হয়েছে আজ শুক্রবার।
ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)কে অবমাননা করে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে লক্ষীপুর জেলার মান্দারী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক লক্ষীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটোয়ারীর পৃষ্ঠপোষকতায়/ উদ্যোগে মান্দারী ইউনিয়ন মুসলিম তাওহিদী জনতার ব্যানারে শুক্রবার জুম্মাবাদ স্থানীয় মান্দারী বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টেশন সংলগ্ন জালাল আহম্মেদ সুপার মার্কেটের সামনে গিয়ে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহিম, লক্ষীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, মান্দারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মহব্বত আমিন, প্রমূখ।
রুবেল পাটোয়ারী এই সময় তার বক্তব্যে বলেন ফ্রান্সের পণ্য বয়কটসহ বাংলাদেশ সরকারে কাছে রাষ্ট্রিয় ভাবে প্রতিবাদ জানানোর আহবান জানান।
এসময় “বিশ্বনবীর অপমান, সইবে না আর মুসলমান” এমন প্রতিবাদ ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল।
সমাবেশে হাজার হাজার মুসুল্লিরা অংশ গ্রহন করেন।