সবার নজর এখন গুরুত্বপূর্ণ ৪ অঙ্গরাজ্যের দিকে

আন্তর্জা‌তিক

দিগন্ত ডেস্ক :-
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫,৫৮৭ ভোটে এগিয়ে আছেন। সেখানে ৯৫ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে। বিশ্লেষকদের বিশ্বাস, ডাকযোগে আসা বাদবাকি ভোট গণনা করা হলে সেগুলোর বেশিরভাগ বাইডেনের পক্ষে যাবে। এর ফলে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়া তার জন্য আরও সহজ হয়ে যাবে।

বাইডেন জর্জিয়া রাজ্যেও এগিয়ে আছেন। সেখানে ৯৯ ভাগ ভোট গোনা শেষ হয়েছে। সামরিক বাহিনী এবং প্রবাসী আমেরিকানদের ভোটসহ ঐ রাজ্যে ৮,১৯৭টি ব্যালট-পত্র এখনও যাচাই করা বাকি আছে।

নেভাডায় বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। সেখানে ৮৯ ভাগ ভোট গণনা শেষ। নির্বাচন কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত সেখানে ১,৯০,০০০ ভোট গণনা বাকি ছিল।

আরেকটি রাজ্য অ্যারিজোনায় ৯০ ভাগ ভোট গণনা শেষ হয়েছে এবং সেখানে বাইডেন ১.৬ ভাগ ভোটে এগিয়ে আছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত সেখানে ৩,০০,০০০ ভোট গণনা বাকি ছিল।

ভোট গণনা এখনও চলছে নর্থ ক্যারোলাইনায়। সেখানে ৯৫ ভাগ ভোট গোনা শেষ, ট্রাম্প সেখানে ১.৪ ভাগ ভোটে এগিয়ে আছেন।

এর বাইরে অ্যালাস্কা অঙ্গরাজ্যেও গণনা ৬৫ ভাগ শেষ হয়েছে। সেখানে ট্রাম্প এগিয়ে আছেন।

তবে বাইডেন যদি শুধু পেনসিলভেনিয়া অথবা জর্জিয়া, নেভাডা ও অ্যারিজোনায় জেতেন, তাহলে তিনিই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।

উইসকনসিন ও মিশিগানে বিজয়ের মাধ্যমে হোয়াইট হাউসে যাওয়ার পথ সহজ করে নেন সাবেক এ ভাইস প্রেসিডেন্ট। বুধবার রাতভর চেষ্টার পর উসকনসিনের ভোট গণনা শেষ করেন কর্মকর্তারা। রাজ্যটির ১০ ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

যদিও ভোট গণনা শেষ হওয়ার আগেই অনেকটা আজগুবি কায়দায় নিজের বিজয় ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বসে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার বারবার সমালোচনা করে যাচ্ছিলেন তিনি।

নির্বাচনের ফল তার কাছ থেকে চুরি করে নেয়া হচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি এই রিপাবলিকান।

নির্বাচন কর্মকর্তাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা আমার কাছ থেকে নির্বাচন চুরি করে নিচ্ছেন।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *