শ্রীমঙ্গলে হনুমান রক্ষায় এগিয়ে এল র‍্যাব

অপরাদ আইন আদালত আন্তর্জা‌তিক কমলনগর খেলাধুলা চন্দ্রগঞ্জ বাংলাদেশ বি‌নোদন রামগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সদর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পশ্চিম লইয়ারকুল এলাকায় গ্রামবাসীর হাতে হনুমানের জীবন বিপন্ন হওয়ার কথা শুনে তাদের রক্ষায় এগিয়ে এল র‍্যাব-৯।

গ্রামের মানুষের গাছের ফলমূল-শাকসবজি খেয়ে ফেলা, ঘরবাড়িতে ঢুকে তাণ্ডব করার কারণে সাধারণ মানুষ হনুমানের ওপর ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ হয়ে হনুমান মারতে লাঠিসোঁটা ও গুলতি নিয়ে তাড়া করে বেড়াচ্ছিল গ্রামবাসী। পরে খবর পেয়ে র‍্যাবের একটি দল গ্রামে গিয়ে মসজিদের মাইকে হনুমানের ওপর হামলা না করতে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *