বটতলী দত্তপাড়া ৮ কি.মি. সড়কের বেহাল দশায় জনদূর্ভোগ চরমে

চন্দ্রগঞ্জ

 

সাহাদাত হোসেন দিপু ঃ-

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের বেহাল দশা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতে এই সড়কগুলোতে জলাবদ্ধতা এবং খানাখন্দের সৃষ্টি হওয়ায় এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

সবচাইতে বেহাল অবস্থা থানার গুরুত্বপূর্ণ সড়ক বটতলী থেকে দত্তপাড়া এই ৮ কিলোমিটার রাস্তা পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে দৈত্য আকারের গর্ত প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যানবাহন সড়ক দুর্ঘটনায় আহত হচ্ছে মানুষ অথচ গুরুত্বপূর্ণ এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন দত্তপাড়া, বশিকপুর, হাজিরপাড়া, উত্তর জয়পুর, এ-ই চারটি ইউনিয়নের লক্ষাদিক মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা।

জানা যায়, এই ইউনিয়গুলোর কয়েকটি গ্রামের অধিবাসীদের চলাচলের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটিতে সিএনজি, ইজিবাইক, পণ্যবাহী ভ্যান, পিকআপ, মোটরসাইকেল বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের আংশিক পাকাকরণ হলেও বেশিরভাগ এখনো কাচা। এতে কাদায় একাকার ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। চলতি বর্ষা মৌসুমে সড়কটির বেশিরভাগ অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যেন ফসলী জমিতে পরিণত হয়েছে।

স্থানীয় সমাজসেবক ও ডাক্তার সোহেল জানান, দীর্ঘদিন সড়কটির সংস্কার হয়নি। বৃষ্টি হলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচলও কষ্টকর। সড়কের বেহাল দশার কারণে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের চরম কষ্টে চলাচল করতে হয়। এ যেন ভোগান্তির শেষ নেই।

দত্তপাড়ার ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, সড়কটির দুরাবস্থার কারণে কয়েকটি গ্রামের মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার দরকার।

দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল করিম রিপন জানান, দীর্ঘদিন ধরে সড়কটি উন্নয়নের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সরকার এখন যেভাবে উন্নয়ন করছে তাতে কোনো সড়কই অনুন্নত থাকার কথা নয়। ক্রমান্বয়ে সকল সড়কের আধুনিকায়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *