দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য শীর্ষ সংবাদ ডটকমের সম্পাদক নজরুল ইসলাম জয়’র বড় ভাই মো: এমরান এর ব্যবহৃত (কালো+সবুজ) রঙের জিক্সার মোটরসাইকেলটি চুরি হয়েছে।
(১৯ জুলাই) রবিবার রাত ৯টার দিকে শহরের মদিনউল্যা হাউজিং হুমায়ুন মিয়ার বাসার নিচ থেকে মোটরসাইকেলটি চুরি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মোঃ এমরান লক্ষ্মীপুর শহরের এ আর ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ঠিকাদার।
তিনি জানান, শহরের মদিনউল্যা হাউজিং এ হুমায়ুন মিয়ার বাসার নিচে মোটরসাইকেল রেখে উপরে উঠি কিছুক্ষণ পর নিচে নেমে দেখি মোটরসাইকেলটি নেই। পরে পুলিশকে বিষয়টি অবহিত করি।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোঃ কাউছার জানান, সিসি ক্যামেরা দেখে চোর চক্রকে সনাক্ত করার চেষ্টা চলছে।
সাংবাদিক নজরুল ইসলাম জয় জানান, প্রায় ৭/৮ মাস আগে আমার ব্যবহৃত লাল রঙের একটি জিক্সার মোটরসাইকেল চুরি হয়। এর ৪ মাস পর কালো রঙের জিক্সার মোটরসাইকেলটি চুরির চেষ্টা করে ব্যর্থ হয় চোর চক্র। রবিবার বড় ভাইয়ের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।