দিগন্তের আলো ডেস্ক ঃ-
যুবককে মারধর করার অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সভাপতি ওমর হোসাইন ভুলু বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
১৬ জুলাই (বৃহস্পতিবার মারধরের শিকার মো: সোহাগের সহোদর ভাই মোঃ সোহেল (৩০) বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
এর আগে বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ধর্মপুর গ্রামে ভুলু হাজী ব্রিক্স ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। মামলায় ওই চেয়ারম্যানকে একমাত্র বিবাদী করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বিগত নির্বাচনের সময় চেয়ারম্যানের পক্ষে নির্বাচনী প্রচারণা না করায় বিভিন্ন সময় অত্যাচার করে আসছে। বুধবার দুপরে বাদীর ভাই মো: সোহাগের নাম ধরিয়া গালমন্দ করে। সোহাগ কারণ জিজ্ঞাসা করায় তাকে এলাপাতাড়ি মারধর করে মটরসাইকেল যোগে ইউপি কার্যালয়ে নিয়ে আসে। সেখানে নিয়ে সোহাগকে বেঁধে বেদম মারধর করে বলে মামলায় উল্লেখ করা হয়। পরবর্তীতে তার আত্মীয় স্বজন এসে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ওমর হোসাইন ভুলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।