রায়পুরে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

রায়পুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে রিয়াজ মাজি (৪৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) উপজেলার চরকাছিয়া এলাকার মেঘনা নদী অংশে এ ঘটনা ঘটে।

জানা যায়, রিয়াজ বরিশালের হিজলা এলাকার জয়নাল আবেদিনের ছেলে ও চরলক্ষী গ্রামের বদ্দার বাড়ির বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।

মৃত ব্যক্তির স্ত্রী সুমি বেগম জানান, তার স্বামী রিয়াজ ৩০ বছর ধরে শশুর বাড়িতেই এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকালে নৌকায় ছোট ছেলেকে রেখে মেঘনায় পুথি জাল দিয়ে মাছ ধরছিলেন।

এ সময় শরীরের সাথে জাল আটকে গিয়ে নদীর স্রোতের টানে আটকে যায়। ছেলের চিৎকারে অন্য জেলেরা মৃত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে রাতে বাড়িতে নিয়ে আসে। সকালে পুলিশ রিয়াজের মৃতদেহ সদর হাসপাতালে নিয়ে যায়।

৮নং দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি বলেন, জেলে রিয়াজ ভালো মানুষ ছিলেন। শোকাহত পরিবারের প্রতি জানাই সমবেদনা।

হাজিমারা ফাঁড়ি থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যুর সংবাদ শুনে শনিবার সকালে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত জেলের স্ত্রী সুমি সাধারণ ডায়েরি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *