দিগন্তের আলো ডেস্ক ঃ-
পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার ‘চন্দ্রগঞ্জ থানা শাখা’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার (১০জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি- ইমরান হোসেন, সিনিয়র সহ সভাপতি – নাজিম উদ্দিন, সহ সভাপতি – সজীব হোসেন শুভ, সহ সভাপতি – মোঃ জাকির হোসেন নাসির, সাধারণ সম্পাদক – শাহাদাত হোসেন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক – ইমরান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক – আবু বক্কর সিদ্দিক ফাহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক – ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক – নজরুল ইসলাম জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক – ইমরান হোসেন ফাহাদ, অর্থ সম্পাদক – শহিদুল ইসলাম শাহিন, যোগাযোগ ও প্রচার সম্পাদক – হাসানুর রহমান ইমন , দপ্তর সম্পাদক – আরিয়ান হোসেন ফরহাদ, পরিবেশ সম্পাদক – ইয়াসিন আরাফাত আবির, সহ পরিবেশ সম্পাদক – সিহাব পাটোয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক – শরীফ গাজি, সহ কৃষি বিষয়ক সম্পাদক – মাকসুদ আলম মাহি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক – নাহিদা আফরোজ, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক – আয়েশা আক্তার মনিকা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – মোঃ নিজাম উদ্দিন, অনুষ্ঠান ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – আরিফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – আশিকুর রহমান, সাহিত্য ও পাট চক্র সম্পাদক – আবুল হাসানাত মারুফ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক – শাহাদাত হোসেন ভুইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক – মেহেদী হাসান বাপ্পি, পরিকল্পনা বিষয়ক সম্পাদক – সাইফুল ইসলাম রবিন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক – নাজিম উদ্দিন।
এতে আলী আকবর, স্মৃতি মানিক, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম নিলয় ও রবিন রাজ এবং মোঃ তুহিনকে নির্বাহী সদস্য করে ৩৩ বিশিষ্ঠ একটি পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শাহিন আলম এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন পরিবেশ এবং কৃষি উন্নয়ন বিষয়ক কার্যক্রমকে সবার মাঝে তুলে ধরতে এবং যুব সমাজকে সামাজিক কাজে বেগবান করতে সবুজ বাংলাদেশ সারাদেশব্যপী কমিটির মাধ্যমে সকল কাজ শুরু করেন। তারা আরও জানায়, বৃক্ষ রোপন থেকে শুরু করে করোনা ভাইরাসের এই দুর্যোগকালে দরিদ্র-অসহায় ও কর্মহীন মানুষের পাশেও দাঁড়ায় এই কমিটি।