দিগন্তের আলো ডেস্ক ঃ
লক্ষীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের চতালিয়া আলমের বাড়িতে চুরি হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় ঘরের দরজা ভেঙে স্বর্ণ নগদ টাকা আসবাবপত্র জামা কাপড় সহ প্রায় ৩ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে যায়।
ভুক্তভোগী আলম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ও আমার পরিবারের সবাই আমরা ঢাকা থাকি, শনিবার বিকেলে আমার ঘরের দরজা ভেঙে আমার প্রায় তিন লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে যায়।
ইউপি সদস্য সিরাজ হোসেন বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের দরজা আলমারি ভাঙা, এবং আমি সাথে সাথে বিষয়টি চেয়ারম্যানকে অবগত করেছি।
১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহিম বলেন চুরি হওয়ার ঘটনাটি আলম আমাকে জানিয়েছেন, আমি তাকে আইনের সহযোগিতা নেওয়ার জন্য বলছি।