দিগন্তের আলো ডেস্ক ঃ-
চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ফরিদগঞ্জ উপজেলা ও রায়পুর উপজেলার সীমান্তবর্তী খাল দখল করে গড়ে উঠছে একের পর মার্কেট ও স্থায়ী পাকা স্থাপনা। বর্ডার বাজার খ্যাত ওই এলাকায় এই দখল উৎসবের কারণে খালগুলোর চিহ্ন মুছে যেতে পারে। যার বিরুপ প্রভাব পাশ্ববর্তী ফসলী জমির উপর পড়ার আশংকা রয়েছে। স্থানীয় ভুমি অফিস তাদের নির্মাণ কাজ বন্ধ করার অনুরোধ করলেও তারা তা মানছেন না।
জানা গেছে, সত্তরের দশকে চাঁদপুর সেচপ্রকল্প ভুক্ত উপজেলার গুলোর মধ্যে ৬টি উপজেলার মধ্যে রয়েছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ও পাশ^বর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা। ওই সময়ে থেকে আজ পর্যন্ত ফসলি জমিতে পানি পৌছে দেয়ার জন্য এসব খাল ভুমিকা রাখছে। কিন্তু স্থানীয় বাজার গুলোর উপর দিয়ে বয়ে যাওয়া খাল গুলো দখলদারদের ছোবলে একের পর এক বিলীন বা সংকুচিত হচ্ছে। যার সর্বশেষ নিদর্শন ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর-লক্ষ্মীপুর সীমান্তবর্তী এলাকার বর্ডার বাজারে সীমান্তবর্তী খাল দখল করার স্থায়ী স্থাপনা নির্মাণ।
সরেজমিন দেখা গেছে চাঁদপুর-লক্ষ্মীপুর সীমান্তবর্তী খান দখল করে একের পর এক পাকা ভবন নির্মাণ চলছে। স্থানীয় লোকজন জানায়, বর্ডার বাজারটি ফরিদগঞ্জ ও রায়পুর উভয় উপজেলার মধ্যে পড়েছে। এ কারণে প্রশাসনের নিরব ভুমিকার সুযোগ গ্রহণ করে প্রথমে খালের উপর অস্থায়ী দোকান নির্মাণ । পরে সুযোগ বুঝে পাকা স্থাপনা নির্মান করা হচ্ছে। সম্প্রতি স্থানীয় তোফাজ্জল, সুমন, মহাসিন, এবং খন্দকার জামাল আহম্মেদ, খন্দকার মোস্তফা কামাল সহ আরো অনেকে দুই পাড়ে প্রায় অর্ধশত দোকান গড়ে তুলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, তারা পেশীশক্তি দিয়ে ওইসব ভবন করছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই খাল দখল অব্যাহত রেখেছে।
দখলদারদের মধ্যে কয়েকজন জানান, তারা বহুপুর্বে থেকে এখানে অস্থায়ী দোকান করে নির্মাণ করে ব্যবসা করছেন। স্থায়ী দোকান নির্মাণে দোকান নির্মানের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে আমরা অনুমতি এনেছেন বলে জানালেও কোন কাগজ দেখাতে পারেন নি।
এ বিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, রাস্তার পাশে খালের উপরে নির্মাণাধীন ভবনগুলোর নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা ভুমি মন্ত্রনালয়ের কাগজ আছে জানালেও তারা তাৎক্ষনিক তা দেখাতে ব্যর্থ হওয়ার পর দুই দিন সময় দিয়ে আসার পরেও তারা কোন অনুমতি পত্র দেখাতে সক্ষম হয়নি। বিষয়ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।