দিগন্তের আলো ডেস্ক ঃ-
করোনাভাইরাসের বিভৎস ও নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এসেছে ইউরোপের দেশ ইতালি। মৃত্যুর মিছিল এখনো না থামলেও ধীর হয়েছে বেশ। দেশটির গণসুরক্ষা সংস্থার দেওয়া তথ্যমতে, শনিবার (২০ জুন) ৪৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৬২ জন। খবর আল জাজিরার।
শুক্রবার ইতালিতে মারা গিয়েছিল ৪৭ জন। আক্রান্ত হয়েছিল ২৫১ জন। ২১ ফেব্রুয়ারি দেশটিতে করোনায় প্রথম মৃত্যু হয়। ২০ জুন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৬১০ জন। যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। মৃতের সংখ্যায় ইতালির সামনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও যুক্তরাজ্য। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭৫ জন। যা বিশ্বের মধ্যে অষ্টম সর্বোচ্চ।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ১০৭ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৮৮ লাখ ৬৯ হাজার ১০ জন। সেরে উঠেছে ৪৭ লাখ ২৪ হাজার ৪৪৮ জন।