লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যা

অপরাদ

দিগন্তের আলো ডেস্ক ঃ-
সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম গোপীনাথপুর (বদা মার্কের) আজিম উদ্দিন পাটোয়ারী বাড়ির অসুস্থ হারুন এর কিশোরি মেয়ে(হিরা মনি) নবম শ্রেণীর ছাত্রীকে,আজ দুপুরে ধর্ষনের পর হত্যা করা হয়।
“মেয়েটি পালের হাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেনির ছাত্রী”
তার বাবা অসুস্থ ঢাকায় একটা হাসপাতালে তার মা সহকারে আছে। মেয়েটি আজ সকাল ১০.৩০ নাগাদ আনুমানিক নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আসে,এবং আগামীকাল ঢাকায় যাওয়ার কথা, কিন্তুু কোন নর পিচাশের দল তাকে ধর্ষন করে হত্যা করে ?
এই ব্যাপারে এলাকায় শোকের মাতন বইছে এবং জনমনে নেতিবাচক মনোভাব পোষণে চরম ক্ষোভ বিরাজ করছে বলে সরজমিন ঘুরে এসে আমাদের এ প্রতিবেদক জানান।
এ ব্যাপারে স্থানীয় ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য আবুল কাশেম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, নবম শ্রেণির ছাত্রী হীরামনি কে পরিকল্পিত ভাবে ধর্ষণের পর হত্যা করা হয়, তিনি এ বিষয়ে প্রকৃত দোষী দের খুঁজে প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানা পরিদর্শক(তদন্ত) মোঃ মোসলেউদ্দিন বলেন আমি এখন ঘটনাস্থলে এসে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *