সাহাদাত হোসেন দিপু ঃ-
লক্ষীপুরের বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। ঈদের আগে-পরের চেয়ে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম।
চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। বৃষ্টির পরিমাণ আর বাড়লে সবজির দামও বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের অনুমান।
গতকাল শুক্রবার লক্ষীপুরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, পাকা টমেটো, গাজর, পটোল, ঝিঙে, ধুন্দল, বরবটি, পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি।
এক কেজি পেঁপে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। ৩৪ থেকে ৪০ টাকার গাজর বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। তবে রোজার ভেতর ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুনের দাম কমে ৪০ থেকে ৫০ টাকা হয়েছে। এক মাস আগে ১৫ থেকে ২৫ টাকা কেজিদরে বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। এ ছাড়া কেজিতে ২০ টাকা বেড়ে ঝিঙে, ধুন্দল, চিচিঙ্গা, পটোল প্রভৃতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। ১৮ থেকে ২০ টাকা কেজি বিক্রি হওয়া আলুর দাম বেড়ে ২৮ থেকে ৩০ টাকা হয়েছে।
দালাল বাজার ও মান্দারীতে গতকাল ভালো মানের দেশী পেঁয়াজ বিক্রি হয় ৫৫ থেকে ৬০ টাকা। আদার কেজি এখনো ১৫০ টাকা। আর আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। শসা পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। করলার কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। বরবটির কেজি ৬০ থেকে ৭০ টাকা। নতুন সবজি হিসেবে কচুরমুখীর দাম একটু বেশি। ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। কচুর লতির কেজি ৫০ থেকে ৭০ টাকা।
দেশী মুরগি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি। ডিমের ডজন ১০০ থেকে ১০৫ টাকা। গরুর গোশতে কেজি বিক্রি হচ্ছে ৬০০ টাকা।