সুন্দরবনে জবাই করা হরিনসহ ৪ শিকারী আটক

বাংলাদেশ

দিগন্তের আলো ডেস্ক
সুন্দরবনের গেওয়াখালী টহল ফাঁড়ির অধীনস্থ কালির এলাকা থেকে জবাই করা ১টি হরিণসহ ৪ শিকরীকে আটক করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল ৫টার দিকে গেওয়াখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ জেড মঞ্জুরুল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে জবাই করা ১টি হরিনসহ শিকারী কয়রা উপজেলার জোড়শিং গ্রামের বিল্লাল হোসেন, কামাল গাজী, নুর বকস মল্লিক ও শাহ আলম গাজীকে আটক করা হয়।

মঙ্গলবার তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *