গুজবের অবসান : অবশেষে জনসমক্ষে এলেন কিম জং-উন

আন্তর্জা‌তিক

দিগন্তের আলো ডেস্ক
প্রায় তিন সপ্তাহ লোকচক্ষুর অন্তরালে থাকার পর অবশেষে জনসমক্ষে হাজির হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার খবর দিয়েছে, কিম রাসায়নিক সার উৎপাদনের একটি কারখানা উদ্বোধন করেছেন।

গত তিন সপ্তাহ ধরে কিমের শোচনায় শারীরিক অবস্থা এমনকি তার মৃত্যুর খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। অনেক পশ্চিমা গণমাধ্যম কিমের সম্ভাব্য উত্তরসূরি নিয়েও নানা বিশ্লেষণ প্রচার করে।

শুক্রবার টেলিভিশনে প্রচারিত খবরে দাবি করা হয়, কিম একটি কারখানা উদ্বোধনের ফিতা কেটেছেন এবং তার চারপাশে সমবেত লোকজন ব্যাপক আনন্দ প্রকাশ করেছে এবং হর্ষধ্বনি দিয়েছে। তবে টেলিভিশনে কোনো ভিডিও ফুটেজ বা ছবি প্রকাশ না করায় এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গত ১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং-উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়। কিম জং উনকে গত ১১ এপ্রিল সর্বশেষ ক্ষমতাসীন দলের পলিটব্যুরো সভায় অংশগ্রহণ করতে দেখা যায়।
সূত্র : পার্স টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *