দিগন্তের আলো ডেস্ক
লক্ষ্মীপুর সদর উপজেলায় কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ‘মান্দারী ক্লাব’ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সামাজিক সংগঠনটির উদ্যোগে উপজেলার মান্দারী বাজার ও নিকটবর্তী এলাকার মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিশ্বজুড়ে চলমান মহাসংকট এবং পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনটির সদস্যদের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দেয়া হয়- চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, লবণ, ছোলা, মুড়ি, শরবতের গুঁড়ো, খেজুর, চিনি, সেমাই ও গুঁড়ো দুধ ইত্যাদি।
আজ বৃহস্পতিবার বিকেলে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন- মান্দারী ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র মালাকার, কোষাধ্যক্ষ শরীফ হোসেন শিমুল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন রাব্বু, সদস্য রেদোয়ান খান রিংকু, মোস্তাফিজুর রহমান রাজু, তানজিদ শিহাব সহ আরো অনেকে।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই সমাজ ও মানুষের কল্যাণে সংগঠনটির বিভিন্ন কর্মসূচি অব্যাহতভাবে চলমান রয়েছে। ব্যবসায়ী, প্রবাসী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংগঠনটির সদস্য হয়ে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করছেন বলে জানা গেছে।