সাহাদাত হোসেন (দিপু ) :
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও শ্রমিক সংকটের কারনে সঠিক সময়ে ধান ঘরে তুলতে না পারার শংকায় কৃষকেরা। এমন পরিস্থিতিতে বিভিন্ন স্থানে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিতে কোমর বেঁধে মাঠে নেমেছেন।
আর সব স্থানের মতো লক্ষীপুর জেলা যুবলীগের সভাপতি ও লক্ষীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর নির্দেশে, মঙ্গলবার (২৮ এপ্রিল) লক্ষীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন নেতা-কর্মীদের নিয়ে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন। নিজ ইউনিয়নের জামীরতলী গ্রামের দরিদ্র কৃষক মামুনুর রশীদের প্রায় এক-একর জমির ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছেন।
ধানকাটা উৎসবে অংশ নেয় প্রায় ১০ জন নেতা-কর্মী। লক্ষীপুর জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিন টিপুর নির্দেশে যুবলীগ নেতা নাজিম অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।
জানতে চাইলে কৃষক মামুনুর রশীদ বলেন কোথাও ধানকাটার মানুষ পাচ্ছিলাম না। আমগো গ্রামের কয়েকজনরে এ বিষয়ে জানাইছিলাম। তারা বলেন নাজিম লোকজন নিয়ে অনেকের ধান কেটে দিচ্ছেন আপনি নাজিমের কাছে গেলে সে অবশ্যই একটা ব্যবস্থা করে দিবে। পরে আমি নাজিমকে আমার সমস্যার কথা বলার সঙ্গে সঙ্গে, উদ্যোগ নিয়ে আর ধান কাডি দেনের ব্যবস্থা করি দিছে’।
দিঘলী ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন দিগন্তের আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান ও আমার নেতা লক্ষীপুর জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি, সালাউদ্দিন টিপু ভাইয়ের করোনার শুরু থেকে রাতদিন নিরলস ভাবে জনসাধারণের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।
লক্ষীপুর জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিন টিপুর নির্দেশে আমি অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। এলাকার কৃষকেরা যাতে সঠিক সময় তাদের পাকা ধান কেটে ঘরে তুলতে পারেন-সে ব্যাপারে আমরা সহযোগিতা করবো। এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিন টিপু ভাইয়ের নির্দেশনা রয়েছে।