দিগন্ত ডেস্ক
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইমামগঞ্জ নাগেরহাট মাদ্রাসা-ই দারুস সুন্নাহ ও এতিমখানার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮জানুয়ারী শনিবার ইমামগঞ্জ নাগেরহাট জামে মসজিদ প্রাঙ্গনে এ মাহফিল হয়।
ইমামগঞ্জ নাগেরহাট জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও বীরমুক্তিযোদ্ধা মোঃ কায়কোবাদ, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক মোঃ জামশেদ কবির বাকি বিল্লাহ, ৭নং বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম জিহাদী প্রমূখ।
প্রধান মেহমান ছিলেন, ঢাকা আমিনবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব ড. মুফতি মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী।
প্রধান আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান আলহাজ্ব ড. মাওলানা মোঃ আতাউর রহমান মিয়াজী।