সাহাদাত হোসেন দিপু ঃ-
অসহায়-কর্মহীন মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির রিপন। দত্তপাড়া ইউনিয়নকে করোনার প্রভাবমুক্ত রাখতে ঘোষিত লকডাউন নিশ্চিতে কঠোরতা পালন করছে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য ও একই ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ। এ কঠোরতার পাশাপাশি মানবিক কর্মকাণ্ড থেমে নেই চেয়ারম্যান রিপনের। লকডাউনে খাবার ও চিকিৎসা প্রয়োজন হওয়া অসহায়-কর্মহীন মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌঁছে দেয়া অব্যাহত রেখেছে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির রিপন।
রবিবার ৩য় ধাপে ০৮নং দত্তপাড়া ইউনিয়নের, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” প্রতিটা ওয়ার্ডে ইউপি সদস্য ও দলীয় নেতা-কর্মীদের সাথে আলোচনা করে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চেয়ারম্যান নিজ হাতে সরকারের উপহার সামগ্রী পৌঁছে দেন।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব ফারুক হোসেন, ইউপি সদস্যবৃন্দ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহাদাত হোসেন, যুবলীগ নেতা ফরহাদ, কাওছার হামিদ, সহ অন্যান্য সদস্য বৃন্দ এবং ওয়ার্ড ত্রাণ বিতরন ও মনিটরিং উপ-কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
লক্ষীপুর জেলা আওয়ামিলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক, ও দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির রিপন দিগন্তের আলোকে বলেন। সরকারের উপহার সামগ্রী দত্তপাড়া ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে পৌঁছে দিয়েছি, এর আগেও আমার নিজের উদ্দ্যেগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভাবগ্রস্তদের মাঝে চাল, ডাল, আটা, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করার পাশাপাশি স্বাভাবিক অসুস্থায় ভোগা লোকজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি । লকডাউন সময় শুরুর পর থেকে গ্রামে গ্রামে ঘুরে প্রকৃত অভাবগ্রস্থ ও ছিন্নমূল মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া অব্যাহত রেখেছি। ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে বলে তিন জানান।