দিগন্ত ডেস্ক ঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মান্দারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহিম এর সভাপতিত্বে ও দাতা সদস্য অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শামছুদ্দিন সাজু, মান্দারী বাজার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন মাহমুদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মলয় কুমার ব্যানার্জী, মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান রাজু, সাবেক সভাপতি অহিদুজ্জামান বেগ বাবলু, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান মিলু, মো. আলমগীর হাসেন, কাউছার আলম ফারুক, মো. আবদুল্যাহ, মান্দারী বাজার বণিক সমিতির সমাজ কল্যাণ সম্পাদক জাহিদুর রহিম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, শিক্ষক বাবু সলিল কুমার ব্যানার্জী, মো. আক্তার হোসেন, মো. ইসমাইল হোসেন, সাহানা বেগম, নেপু আচ্যার্য, মান্দারী হাই স্কুল এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি শাহাদাত হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, মান্দারী সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা যুবলীগের সদস্য মো. কুদ্দুস পাটওয়ারী, বিকেবি ক্লাবের সভাপতি ইসমাইল খান সুজন’সহ স্কুলের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।