সাহাদাত হোসেন দিপু ঃ-
‘আপনার পুলিশ, আপনার দরজায়’ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষীপুর চন্দ্রগঞ্জ থানা পুলিশ চন্দ্রগঞ্জ থানার আওতাধীন করোনা ভাইরাসের প্রকোপে বিপাকে পড়া ছয় শতাধিক কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে তালিকা করে নিজ হাতে সবার বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন।
চন্দ্রগঞ্জ থানায় যোগদানের পর থেকে অস্ত্র,মাদক, চোর ডাকাত,কঠোর হাতে দমন করেন। প্রায় দেড় শতাধিক অভিযোগ মিমাংসা করেন প্রতিনিয়োত সামাজিক ও মানবিক কাজের জন্য ইতিমধ্যে চন্দ্রগঞ্জ থানাবাসীর প্রশংসা কুড়াচ্ছেন।
এই ছাড়াও কর্মহীন দিনমজুর, সিএনজি-অটোরিক্সা চালক ও হতদরিদ্রের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।
খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, দিগন্তের আলোকে বলেন ‘সাম্প্রতিক প্রেক্ষাপটে করোনার আগ্রাসনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন সমাজের নিম্নবিত্ত মানুষেরা। লক্ষীপুর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমার ব্যক্তিগত অর্থায়নে থানার বিভিন্ন এলাকার কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সামান্য প্রয়াস। স্ব স্ব এলাকায় যার যার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে এগিয়ে আসতে আমি সামর্থবানদের প্রতি আহবান জানাচ্ছি।’