করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেল প্রায় দুই হাজার!

আন্তর্জা‌তিক

দিগন্তের আলো ডেস্ক ঃ-
চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৫ লাখ ১৯ হাজার ৪৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৮৮ হাজার ৫৪৩ জন। এছাড়া এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন।

করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯৩৯ জন করোনায় প্রাণ হারায়।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো এ তথ্য জানায়।

ভাইরাসটিতে সবচেয়ে বিপর্যস্ত দেশটির জনবহুল অঙ্গরাজ্য নিউ ইয়র্ক। শুধু এখানেই কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা দেড় লাখের কাছাকাছি। এরমধ্যে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে অঙ্গরাজ্যটিতে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ১৬০ জন্য। অর্থাৎ বিশ্বের সবচেয়ে আক্রান্ত যুক্তরাষ্ট্রেই। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯৭ জনের। সুস্থ হয়েছেন ২২ হাজার ৮৯১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *