গভীর রাতে ৯০ বস্তা ত্রাণের চাল জব্দ

অপরাদ

দিগন্তের আলো ডেস্ক ঃ-
গভীর রাতে কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় খাদ্য অধিদফতরের ত্রাণের ৯০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়। বুধবার মধ্যরাতে এই অভিযান চালানো হয় রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে ।

ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিন আলম জানান, গোপন সংবাদে বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি ভটভটিতে অভিযান চালিয়ে এসব চালের বস্তা জব্দ করা হয়। পরে সেগুলো পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। চালের বস্তার গায়ে খাদ্য অধিদফতর লেখা সিল আছে। মোট ৯০টি বস্তা জব্দ করা হয়।

এসআই শাহীন আলম আরো জানান, এ সময় ট্রাক্টরের চালক ইসমাইল, হেলপার রিয়াদ এবং শ্রমিক জাহাঙ্গীরকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভেন্ডাবাড়ির রবিউল ইসলামের গোডাউন থেকে এসব ওএমএসের চাল ভটভটিতে করে সাদুল্যাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল কালোবাজারে বিক্রির জন্য।

তিনি আরো জানান, বিষয়টি তদন্ত করে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *