লক্ষ্মীপুর ভবানীগঞ্জ বাজারে আগুন, কোটি টাকার ক্ষতি
দিগন্ত ডেস্ক ঃ
লক্ষ্মীপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার ভোররাতে ভবানীগঞ্জ মধ্য বাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলেন জানা যায়।
খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উদ্ধার দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই ১০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানায়, ভোররাতে হঠাৎ আনোয়ার মিকারের দোকানে আগুন ও ধোয়া দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস টিম আসার আগেই খালেকের ফল দোকান, রাফিকা ফ্যাশন, স্মৃতি টেইলার্স,আলী ফার্মেসী, জসিম টেইলার্স, মা মেডিসিন, জননী শাড়ী ঘর,ফারুক টীকনাশক ও শিফনের ফল দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ওয়াসী আজাদ বলেন, আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ক্ষয়ক্ষতির পরিমান নির্নয়ের চেষ্টা চলছে।