৫১ জেলায় করোনার ভয়াল গ্রাস

বাংলাদেশ

দিগন্তের আলো ডেস্ক
করোনাভাইরাস মহামারীতে বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫১টিতেই ছড়িয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত মানুষ পাওয়া গেছে রাজধানী ঢাকায়। এই শহরে বুধবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত পাওয়া গেছে ৫১৮জন।

এরপরেই আক্রান্ত মানুষ বেশি রয়েছে নারায়ণগঞ্জে, ২১৪জন। আক্রান্তের নতুন ভরকেন্দ্র গাজীপুর। সেখানে পাওয়া গেছে ৫৩জন।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে, চিহ্নিত ৫১ জেলা সর্বনিম্ন ১জন রোগী আছে। এসব জেলার মধ্যে রোগীর সংখ্যার দিক থেকে চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম। ওই জেলায় এখন পর্যন্ত পাওয়া গেছে ৩১জন।

পরের স্থানেই আছে নরসিংদী। জেলাটিতে পাওয়া গেছে ২৮জন করোনায় আক্রান্ত রোগী আছে। সর্বোচ্চ সংখ্যার বিচারে এরপরে আক্রান্তের দিক থেকে মুন্সিগঞ্জে ২১জন, মাদারীপুরে ১৯জন, কিশোরগঞ্জে ১৭জন, কুমিল্লায় ১৪জন, গাইবান্ধা ও জামালপুরে ১২জন করে, বরিশালে ১০জন, গোপালগঞ্জে ৯জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৮জন, দিনাজপুর ও ময়মনসিংহে ৭জন করে চাঁদপুর, নীলফামারি ও রাজবাড়িতে ৬জন করে রোগী শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *