সাহাদাত হোসেন (দিপু) :-
হাঁটি হাঁটি পা পা করে ৩৮ তম বছরে পদার্পণ করলো লক্ষীপুর জেলার দক্ষনি মান্দারী সুনামধন্য ঐতিযৌবাহী নবারুণ যুব সংঘ (ক্লাব)।
ক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বরণীয় করে রাখতে নবারুণ যুব সংঘ ক্লাবের উদ্যোগে ক্লাব কতৃপক্ষ বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছেন। ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উল্লেখযোগ্য আয়োজন করা হয়েছে নাইট মিনি ক্রিকেট টূর্ণামেন্ট ২০২০।
নবারুণ যুব সংঘ ক্লাবের সন্মানিত সভাপতি হুমায়ুন কবির খাঁন,ও সাধারণ সম্পাদক কবির হোসেন জানান সুনা মে’র সাথে ৩৮ বছর পার করলো দক্ষিণ মান্দারী ঐতিহ্যবাহী নবারুণ যুব সংঘ ক্লাব । এই ৩৮ বছর অনেক অর্জন রয়েছে এই ক্লাবটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নবারুণ যুব সংঘ ক্লাবের উদ্যাগে আয়োজন করা হয়েছে জমকালো মিনি ক্রিকেট টূর্ণামেন্ট আমরা আশা করি বিভিন্ন ক্লাবের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত ভাবে সুন্দর ও সফল একটি টূর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।
নবারুণ যুব সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মতিউর রহমান খাঁন (শিল্টু) বলেন,অতীতের ন্যায় ভবিষ্যতে যেন ক্লাবের এ-ই সুনাম অব্যাহত থাকে। এবং ভবিষ্যতে ক্লাবের উদ্যোগে যেন আরও ভালো ভালো কাজ করার উদ্যোগ গ্রহন করার জন্য ক্লাব কতৃপক্ষকে অনুরোধ করছি। এবং ক্লাবের উন্নয়নে আমার সর্বাত্রক সহযোগিতা সবসময় থাকবে বলে তিনি জানিয়েছেন।