দিগন্তের আলো ডেস্ক ঃ-
৩৪ পরিবারকে ঘর হস্তান্তরের মাধ্যমে লক্ষ্মীপুর সদর উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনটি মন্ত্রণালয়ের অধীনে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সিভিল সার্জন আহাম্মদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।
লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার বলেন, প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন মানুষের কল্যাণে পরিকল্পিতভাবে কাজ করছেন। এরই অংশ হিসেবে তিনি লক্ষ্মীপুর সদর উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন।