সাহাদাত হোসেন (দিপু) ঃ-
আর ব্যাবসায়ীরা বলছেন বাস্তবায়ন হবেতো, নাকি নির্বাচনে জিতার জন্য মিথ্যা প্রতিশ্রুতি নয়তো।
জাতীয় সংসদ নয় পৌরসভা নয়, নয় কোন ইউনিয়ন পরিষদ নির্বাচন ,এখন ব্যাপকভাবে নির্বাচনী প্রচার-প্রচারানা চলছে লক্ষীপুর জেলার মান্দারী বাজার বণিক সমিতির নির্বাচন।
আগামী ১২ই মার্চ চট্টগ্রাম বিভাগের ১ম লক্ষীপুর জেলার ঐতিহ্যবাহী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০৯৩ জন ব্যবসায়ী ভোটার ভোটের মাধ্যমে তাদের ৩ বছরের নেতা নির্বাচিত করবেন।
নির্বাচনকে ঘিরে লক্ষীপুরের মান্দারী এলাকা এখন উৎসব মুখর। স্ব স্ব পদের প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন নানা প্রতিশ্রুতি নিয়ে।
তারি ধারাবাহিকতায় ১২ মার্চ শুক্রবার ( ৯ টা থেকে ৫ টা) ২৬ তম মান্দারী বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি সম্পাদক সহ এতে ১১ টি পদের বিপরীতে, প্রতিদন্ধিতা করছেন মোট ২৯ জন প্রার্থী। ১০৯৩ জন ভোটার তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নির্বাচন করবেন তাদের পছন্দের অভিবাবক।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা করছেন ডক্টর কামালুর রহিম সমর, আতিকুর রহমান, শামসু উদ্দিন সাজু , সহসভাপতি পদে কবির হোসেন, বাহার আজি , সাধারন সম্পাদক পদে, ফারুক হোসেন, আলতাফ মাহমুদ, যুগ্ন সাধারন সম্পাদক পদে কামাল, আলঙ্গীর, সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল, বাবুল , কোষাধ্যক্ষ পদে হারুন, শহীদ, ওদুদ, দপ্তর সম্পাদক পদে কুদ্দুস, কামরুল, কামাল , সমাজ কল্যান সম্পাদক পদে রাসেল, হাকিম, অন্তর, আন্তর্জাতিক সম্পাদক পদে বেলায়েত, সুজন , সদস্য পদে রাজু, রাজু ফারুক, পিয়াস, আরাফাত, সালাম, ফারুকসহ মোট ২৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন আগামী ১২ই মার্চ।
এ নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে বাজার এলাকাজুড়ে প্রার্থীদের পোষ্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। বাজারের অলি-গলিতে প্রার্থীদের বিভিন্ন প্রতীক শোভা পাচ্ছে। বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।
১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী দিগন্তের আলোকে বলেন,
ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করতে পারবেন তাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন তিনি সকল প্রার্থীদেরকে অনুরোধ করে বলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি থাকতেই পারে, সেটা নির্বাচন পর্যন্ত। ভোট দিলে জয়ী হবো, না দিলে আপনাদের পাশে থেকে উন্নয়নের অংশ নিবো। সকল প্রার্থীদের এমনটাই মনমানসিকতা হওয়া উচিত।
ভোটারেরাও বাজারের কাঙ্খিত উন্নয়নে প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিচ্ছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মান্দারী বাজার বর্ণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ফরিদ উদ্দিন।
দিগন্তের আলো ডেস্ক