১০ টাকা কেজির ১২০ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার ১

অপরাদ

দিগন্তের আলো ডেস্ক ঃ-
করোনাভাইরাসের কারণে কর্মহীন, অসহায় ও দুস্থদের সহযোগিতায় সরকারি ১০ টাকা কেজির ১২০ বস্তা চাল বগুড়ার শিবগঞ্জ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারসহ এই চালের বস্তা উদ্ধার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। শিবগঞ্জ থানার পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোস্তাফিজার জানান, তার চাচাত ভাই সাইফুল ইসলাম সাজু এক ডিলারের কাছ থেকে চালগুলো এনে তার বাড়িতে রেখেছে। সাজু ও ডিলারকে ধরতে অভিযান চলছে। সরকারি এই চালগুলো কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা হয়েছিল। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এর আগে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান এসএম রুপমের ভাই মশিউর রহমানের ডিলারশিপ বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।

গত ৩ এপ্রিল শুক্রবার বেলা আড়াইটার দিকে শিবগঞ্জের ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহ বন্দরে ফাঁসিতলা সড়কে চেয়ারম্যান এসএম রুপমের বড়ভাই হিরনের ডিলারশিপে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছিল। কিন্তু এই চাল বিক্রিতে অনিয়ম ও চাল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খাদ্য কর্মকর্তা ইউপি সদস্য শাহানাজ বেগমকে নিয়ে সেখানে যান। তখন ডিলার হিরন তার ছোট ভাই চেয়ারম্যান রুপমকে খবর দিলে তিনি দলবল নিয়ে এসে ওই নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত ও মারধর করেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর বলেন, এই ঘটনায় থানায় দুটি অভিযোগ করা হয়েছিল। তখন তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। তদন্ত রিপোর্ট অনুযায়ী ১০ টাকা কেজি দরে চাল বিক্রির অনিয়মের কারণে হিরনের ডিলারশিপ বাতিল হয়েছে। সেই সঙ্গে ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।

শিবগঞ্জ উপজেলার খাদ্য নিয়ন্ত্রক এবিএম কামাল সরকার বলেন, অনিয়মের কারণেই তার ডিলারশিপ বাতিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *