দিগন্তের আলো ডেস্ক ঃ-
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটিস্ক্যান করানোর জন্য মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। সেখানে সিটিস্ক্যানসহ অন্যান্য পরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, সিটি স্ক্যানের পর চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।
এর আগে রাত সাড়ে আটটায় বেগম জিয়ার গুলশানের বাসায় যান চিকিৎসকরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে যান তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. আব্দুল্লাহ আল মামুন।