দিগন্তের আলো ডেস্ক :-
সারা দেশের মতো গত দুই দিন ধরে তীব্র শীতে লক্ষ্মীপুরে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। প্রতিদিন বিকেল থেকেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় কনকনে ঠান্ডায় মানুষজন খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এই অবস্থায় চলছে দুপুর পর্যন্ত। শীতের কষ্টে ভুগছে শিশু ও বৃদ্ধরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন উপকূলীয় এলাকার নিম্ন আয়ের মানুষেরা।
অন্যদিকে রাত ৩টা থেকে ঘন কুয়াশা ও নাব্যতা সংকটের কারণে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এতে করে দুর্ভোগে পড়েছেন দুই-পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন চালকেরা। কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও ভোলার ইলিশা ফেরীঘাটের কর্মকর্তা মো. কাউছার।
তারা জানান, দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।
ভোলাগামী যাত্রী মো. সফিকুল ইসলাম বলেন, রাত ২টা থেকে ঘাটে বসে আছি। ঘনকুয়াশার কারণে ফেরি চলছে না। ফলে তীব্র শীতে ঘাটে থাকা অনেক কষ্টের। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয়। সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হলে ভোলার উদ্দেশ্যেই রওনা দেই।
এদিকে রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, ‘শুক্রবার সকাল ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবহাওয়া রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এইভাবে আবহাওয়া থাকবে। পাশাপাশি সপ্তাহজুড়ে কুয়াশা পড়বে।’