দিগন্তের আলো ডেস্ক ঃ-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালের সমর্থনে লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
রোববার (১৯ নভেম্বর) সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় ঝটিকা মিছিল বের হয়। এ সময় শতাব্দী ও শ্যামলী পরিবহণের দুটি বাস ভাঙচুর করে দূর্বৃত্তরা। তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা।
এদিকে, সবধরনের নাশকতা এড়াতে লক্ষ্মীপুরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা। সকাল থেকে প্রধান প্রধান সড়কে গাড়িযোগে টহল দিচ্ছে তারা। এ ছাড়া গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৮ অক্টোবরের পর এটি বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার হরতাল। ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের হামলায় পণ্ড করার প্রতিবাদে পর দিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। এরপর পাঁচ দফায় মোট ১১ দিন সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপিসহ বিরোধী দলগুলো।