দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে ক্ষেতে পাকা সয়াবিন কাটতে গিয়ে বজ্রপাতে মোস্তফা মিয়া (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল থেকে মোস্তফা বাড়ির পাশের ক্ষেতে পাকা সয়াবিন কাটছিলেন। এরমধ্যে বৃষ্টি শুরু হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় তিনি ক্ষেতেই ছিলেন। একপর্যায়ে বজ্রপাতে তিনি সেখানে মারা যান।
কুশাখালী ইউনিয়নের গ্রাম পুলিশ মো. শাহাবুদ্দিন বলেন, বজ্রপাতে মোস্তফা মিয়ার মৃত্যু হয়েছে। থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। থানার অনুমতি সাপেক্ষে পরিবারের লোকজন মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছে।