স্বতন্ত্রপ্রার্থী আলতাফের প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আইন আদালত লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের হুমকি-ভয়ভীতির প্রতিবাদে ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে বিভিন্ন কার্যালয়ে অনুলিপি দেওয়া হয়েছে।

সোমবার (১৮ জুলাই ) বেলা সাড়ে ৯টায় দিঘলী ইউনিয়নের ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) আলতাফ হোসেন অনুলিপি দেওয়ায় বিষয়টি নিশ্চিত করেন।

আলতাফ হোসেন অভিযোগ করে বলেন , আগামী ২৭ জুলাই দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার চেষ্টা করেছিলাম। নৌকা প্রতীক না পাওয়ায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু ইউনিয়নবাসীর দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এরপর থেকে এই ইউনিয়নের আ’লীগের নৌকা মনোনীত প্রার্থী সালাউদ্দিন জাবেদ তার কর্মী-সমর্থকরা সব সময়ই আমাকে এবং আমার সমর্থকদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মাইকিং করতে পোস্টার ছিড়ে ফেলা ও বাড়ি বাড়ি গণসংযোগ করতে বাধা প্রধান করে। এখনও নৌকা প্রার্থীর লোকজন বিভিন্নভাবে হুমকি দিয়েই যাচ্ছে নানাভাবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।এমনভাবে হুমকি, প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করলে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হবেনা বলে মনে করছি। আমি আমার অভিযোগের সুষ্ঠ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন জাবেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি বা আমার কর্মী-সমর্থকরা আলতাফ হোসেনকে কোন হুমকি দেইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সে নির্বাচনে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

লক্ষীপুর সদর উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায় দিঘলী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি।

লক্ষীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো. ইমরান হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি একটি শান্তিুপূর্ণ নিবার্চন উপহার দিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *