সেনাবাহিনীর সাথে লুকোচুরি খেলছে লক্ষীপুরের মানুষ

লক্ষ্মীপুর

সাহাদাত হোসেন দিপু ঃ-

সেনাবাহিনীর সাথে লুকোচুরি খেলছে লক্ষীপুরের মানুষ,লক্ষীপুরে যতটুকু সময় সেনাবাহিনী কঠোর থাকছে, শুধু সেই সময়টুকু মানুষ সামাজিক দূরত্ব মানছেন। এ অবস্থায় জনসাধারণকে ঘরে রাখতে আরো বেশি কঠোর হওয়ার হুঁশিয়ারি সেনাবাহিনীর।

সাধারণ মানুষকে ঘরে ফিরে যেতে কঠোর বার্তা দিচ্ছেন সেনা সদস্যরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টহলের কয়েক সেকেন্ড আগেও যেখানে সামাজিক দূরত্ব না মেনে শত শত লোকের ভিড় ছিলো, সেখানে সেনাবাহিনীকে দেখে সবাই হাওয়া। সকাল থেকে দিনভর এভাবেই চলে সামাজিক দূরত্ব নিশ্চিতের অভিযান।

সেনাবাহিনী টহল টিমের একজন সদস্য বলেন, ‘কিছু মানুষ অসচেতনতাবশত নিজে বিপদগামী হচ্ছেন এবং অন্যদেরকেও বিপদে ফেলছেন। আমরা চেষ্টা করছি তাদের বিরুদ্ধে কঠোর হতে।

দ্রব্যমূল্যের উধগতি ঠেকানোর পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে লক্ষীপুরের বাজারগুলোতে ছিলো ভ্রাম্যমাণ আদালতের অবস্থান। বিশেষ করে নিদিষ্ট দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রি করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।

এদিকে, বাংলা বর্ষবরণের দিন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কঠোর অবস্থানের কারণে জেলার সবগুলো সড়কই ছিলো জনমানব শূন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *