দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে সম্মেলন ছাড়াই এক জরুরি সভা শেষে ছাত্রলীগের সাতটি শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দিনগত রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এরআগে সন্ধ্যায় লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ পুরাতন ক্যাম্পাস এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভায় মিলিত হন ছাত্রলীগ নেতারা।
কমিটিগুলো হলো লক্ষ্মীপুর পৌরসভা, দারুল উলুম কামিল (আলিয়া) মাদ্রাসা, জনতা ডিগ্রি কলেজ, রায়পুর সরকারি কলেজ, রুস্তম আলী ডিগ্রি কলেজ, রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ ও আহমদিয়া কলেজ। মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় সাবেক কমিটিগুলো বিলুপ্ত করা হয়। একই চিঠিতে নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, ছাত্রলীগের জেলা সহ-সভাপতি জাহিদ আদনানকে আহবায়ক, ১১ জন যুগ্ম-আহবায়ক ও ছয় জনকে সদস্য করে তিন মাসের জন্য লক্ষ্মীপুর পৌর কমিটি ঘোষণা করা হয়।
দারুল উলুম কামিল মাদরাসা কমিটিতে সভাপতি জাহিদুল ইসলাম দিপু, সাধারণ সম্পাদক মেহেরাজ হোসেন রাজু এবং জনতা ডিগ্রি কলেজ কমিটিতে সভাপতি রাছেল মাহমুদ নিরব, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাইমকে মনোনীত করা হয়।
রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ কমিটিতে সবুজ আল ইসলাম মুন্না সভাপতি ও মোহাম্মদ শামীম রাজা সধারণ সম্পাদক এবং আহমদিয়য়া কলেজের সভাপতি জিহাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক সামুরা আহম্মেদকে মনোনীত করা হয়।
এছাড়া রায়পুর সরকারি কলেজ কমিটিতে আব্দুর রহমান আছিমকে সভাপতি, ইয়াছিন আরাফাত শিহাদ দেওয়ানজীকে সাধারণ সম্পদাক ও রুস্তম আলী ডিগ্রি কলেজে তানভীর মাহমুদ চৌধুরীকে সভাপতি, শাহরিয়া মাহমুদ তানজিদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
আগামী এক মাসের মধ্যে কমিটিগুলো পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, মেধাবীদের দিয়েই সাতটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে ছাত্রলীগ দলীয় কার্যক্রমে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।