সমস্যা যেখানে ওসি” চন্দ্রগঞ্জ থানা সেখানে।

চন্দ্রগঞ্জ

সাহাদাত হোসেন দিপু :-
সমস্যা যেখানে ওসি” চন্দ্রগঞ্জ থানা সেখানে। কথা বলুন আপনার ওসির” সাথে এমন প্রতিপাধ্য বিষয় সামনে রেখে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন,চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের বশিকপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে “সোমবার বিকাল ৩.০০ টায় অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন এলাকা হইতে আগত জনসাধারণ তাদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি ওসি”র নিকট তুলে ধরেন। জনসাধারণের সমস্যাগুলি অফিসার ইনচার্জ ডায়েরীতে নোট করেন এবং সমাধানের আশ্বাস দিয়ে থাকেন।
অফিসার ইনচার্জ আরো বলেন যে, থানা এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং জন-সাধারণ থানা পুলিশ’কে সহযোগীতা করার জন্য আহব্বান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *